বুক রিভিউ (02)
বইয়ের নাম - মা
লেখক - আনিসুল হক
"মা" উপন্যাসের গল্প শুধুমাত্র একজন মায়ের নয়, এই গল্প একজন শহীদ মাতার যিনি দেশমাতার সম্মান বাঁচাতে নিজের প্রাণপ্রিয় সন্তানকে উৎসর্গ করেছেন খুশিমনে। এই গল্প সেই মায়ের যিনি তার সন্তানকে শেষ দেখার সময় ভাত খেতে দিতে পারেননি বলে বাকি জীবন ভাত স্পর্শ করেনি। এই গল্পটি সেই মায়ের যার সন্তান বাংলা মাকে বাঁচাতে গিয়ে গ্রেফতার হয়ে কারাগারে মেঝেতে শুয়ে ছিলেন বলে, চিরটাকাল কি শীত কি গ্রীষ্ম মেঝেতে রাত যাপন করেছেন। এই গল্পটি অসীম সাহসী যোদ্ধা মায়ের যার কথা ইতিহাসের তলায় চাপা পড়ে গিয়েছিল। আরো বিশদভাবে বললে বলা যায়, 'মা' উপন্যাস একজন সাধারণ ভাবে বেঁচে থাকা এক অসাধারণ ছেলের স্বপ্ন দেখার আর তা ধূলিসাৎ হওয়ার এবং বাঙালির উপর পাকসেনার পৈশাচিক নির্যাতন এর দলিল যা পড়লে যেকেউ অশ্রুসজল হয়ে ফিরে যাবেন ১৯৭১ এ। ম্যাক্সিম গোর্কির 'মা' উপন্যাসটি পড়ার সৌভাগ্য আমার এখনো হয়নি, তবে আমি আনিসুল হকের 'মা' পড়েছি, যা বাংলার স্বাধীনতার জন্য সর্বস্বত্যাগী মায়েদের বেদনা ও দীর্ঘ নিঃশ্বাসকে আবারো মনে করিয়ে দেয়।
বইটির মূল্য - ৪৪০টাকা
Publisher: সময় প্রকাশন
- Category: মুক্তিযুদ্ধের উপন্যাস
1 Comments
It's a great one.
ReplyDelete