'আমি মৃণালিনী নই'-হরিশংকর জলদাস

Book Review 

Book name: 'আমি মৃণালিনী নই'
Author: হরিশংকর জলদাস


মাত্র নয় বছর বয়সে সহধর্মিণী হয়ে আগমনকারী বালিকা বধূর ভবতারিণী নাম বদলিয়ে 'মৃণালিনী' নাম রাখলেন কবি রবীন্দ্রনাথ। নিজের নাম কার কাছেই না প্রিয়? তাই সেদিন বালিকা বধূটির মননে বারবার উঠছিলো একটি প্রশ্ন, আর তা, কেন এ নাম। পরবর্তীতে ভবতারিণী বা ভব জীবনে চলার পথে আবিস্কার করেছিলেন সেই গূঢ় রহস্য। আমরা চোখের সামনে যা দেখি তা কি সবসময় সত্যি হয়, নাকি কখনো কখনো একটা মিথ্যা আচ্ছাদনে আবৃত হয়ে লোক দেখানো হয়ে যায়- জীবনকে বারবার এ প্রশ্নের সম্মুখীন করেছিলেন ভবতারিণী। উপন্যাসটি পড়তে পড়তে কখনোবা আপনার মনে হতে পারে কেউ আপনার পাশে বসে তাঁঁর জীবনের অব্যাক্ত অপূর্ণতার গল্প বলছেন আপনাকে, যিনি 'মৃণালিনী' নন- 'ভবতারিণী'।


হরিশংকর জলদাসের মাইলফলক এই উপন্যাস 'আমি মৃণালিনী নই' এর একটি বিশেষ নৈপুণ্য হলো এটি  রবীন্দ্রনাথের সহধর্মিণীর আত্মাকথনের ধারায় রচিত হলেও এর সাথে সাথে যেকোনো ঘটনাকে প্রত্যেকের প্রেক্ষিতে তথা দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করা হয়েছে। হতে পারে, বইটি হৃদয় দিয়ে পড়ার পরমুহূর্তে নতুন রুপে পাওয়া রবিঠাকুরের সংগীত আপনার কাছে সাময়িকভাবে ভালো না-ও লাগতে পারে। তবে, পাঠকের কাছে অনুরোধ, দুটিকে মিলাতে যাবেন না। সবশেষে বলা যায়, এরকম একটি উপন্যাসের জন্য  যেকোনো সত্যিকার পাঠক হৃদয় বছরের পর বছর প্রতীক্ষা করতে পারবেন।

বইটির মূল্যঃ ৩২০টাকা  


To buy this book👈

For pdf download👈


Post a Comment

2 Comments