'Ekjon Mayaboti' by Humayun Ahmed

 Ekjon Mayaboti by Humayun Ahmed - PDF Bangla Book

Book name: 'একজন মায়াবতী'
Author
: Humayun Ahmed

মনজুর ও মীরা তিন বছর সংসার করার পর ঠিক করলো তারা আর একসাথে থাকবে না।তাদের সেপারেশন এর কিছুদিন পর মনজুরের দেহের অবশিষ্ট একটি কিডনিও বিকল হয়ে যায় এবং ট্রান্সপ্লান্টের তীব্র প্রয়োজন হয়ে পড়ে।বড়জোর ছয় মাস বাঁচবে সে।কিন্তু দরিদ্র মনজুরের পক্ষে কোনোমতেই অর্থের বিনিময়ে ডোনার পাওয়া সম্ভব না।এদিকে তার আপন এক মামা ছাড়া কোনো স্বজনও নেই।উপন্যাসটি পড়ার এই পর্যায়ে আপনার যদি মনে হয়ে থাকে যে আপনি টিপিক্যাল কোনো বাংলা সিনেমার কাহিনী পড়তে যাচ্ছেন,তাহলে কিন্তু বেশ চমক খাবেন।বইটির শেষ কিছু পাতা এই উপন্যাসের গল্পে অন্য এক মাত্রা যোগ করেছে।

আমাদের সমাজে যেমন কিছু মানুষরূপী হায়েনা বিরাজমান, তেমনি লোকচক্ষুর আড়ালে থাকা কিছু পুন্যবান ব্যক্তিও রয়েছে।তারা ত্রুটিহীন মানুষ,চুপচাপ মানুষের জন্য কাজ করে যায়।তাদেরকে আমরা উপলব্ধি করতে পারিনা।কারণ হয়তো এটা যে,তাদেরকে বুঝতে হলে তাদের মতো করে চিন্তা করতে হয়।আমরা সেটা করতে পারিনা বলেই তাদের সকল কাজ আমাদের কাছে নির্বোধের আচরণ মনে হয়।

"একজন মায়াবতী" উপন্যাসটি আমি পড়ার জন্য বেছে নিই এর সুন্দর নাম ও কভারের জন্য। পড়ার শুরুতে যে প্রশ্নটি মনে স্বভাবতই এসেছিল তা হচ্ছে কে এই মায়াবতী? এটুকু বলে রাখি যে, এই "মায়াবতী" বলতে লেখক জাহানারা নামের এক মেয়েকে বুঝিয়েছেন।মূল চরিত্র বাদ দিয়ে জাহানারা কেনো মায়াবতী, তা নাহয় উপন্যাসটি পড়েই জানতে পারবেন।

কিছু বই আছে যেগুলো পড়ে এক ধরণের মানসিক তৃপ্তি পাওয়া যায়।"একজন মায়াবতী" ও তেমনই একটি বই।
❤️💙❤️

Post a Comment

0 Comments